সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়ি (Siliguri Panchayat Samiti) মহকুমা পরিষদের অন্তর্গত চারটি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করল জেলা তৃণমূল নেতৃত্ব। মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে বেশ কিছুদিন আগে। তারপরেই মহকুমা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করেছে রাজ্য নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা বাকি ছিল। একুশে জুলাই শেষ হওয়ার পরেই রাজ্য নেতৃত্ব চারজন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির নামের তালিকা পাঠিয়েছে তৃণমূল জেলা নেতৃত্বের কাছে। শনিবার শিলিগুড়িতে (Siliguri Panchayat Samiti) জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নামগুলি ঘোষণা করেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। বলেন, রাজ্য নেতৃত্ব গতকাল রাতে একটি তালিকা পাঠিয়েছে, তাতেই মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছে প্রতিমা রায় ও সহ-সভাপতি করা হয়েছে সুশান্ত রায়কে। নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন আনন্দ ঘোষ, সহ-সভাপতি সজবি সুব্বা। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহরায়, সহ-সভাপতি হলেন মণিকা রায়সিংহ। ফাঁসিদেওয়ার সভাপতি রিনা এক্কা, সহ-সভাপতি চন্দ্রমোহন রায়। এ-ছাড়াও তিনি এদিন বলেন ২৬ তারিখ শিবমন্দিরে মহকুমা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতি শপথবাক্য পাঠ করবেন। এক-দু’দিনের মধ্যে ২২ জন গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: সীমান্তে গ্রামের সমস্যা মেটাতে পুলিশি সহায়তা