ব্যুরো রিপোর্ট : কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ক্রমে বিভিন্ন জেলার পুরসভার প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করা শুরু হয়েছে। মঙ্গলবার মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই দিনাজপুর জেলার প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসভার প্রধান হলেন নাড়ুগোপাল মুখোপাধ্যায় এবং উপপ্রধান স্বরূপ সাহা। বেলডাঙা পুরসভার দায়িত্ব পেলেন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়, তাঁর সহকারী আবু সুফিয়ান মণ্ডল। মুর্শিদাবাদ পুরসভার প্রধান হলেন ললিতা দাস নন্দী, উপপ্রধান আলম মেহেদি। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রধান হলেন প্রসেনজিৎ ঘোষ, উপপ্রধান মলয় রায়। কান্দি পুরসভার প্রধানের দায়িত্ব পেলেন জয়দেব ঘটক, উপপ্রধান দেবাশিস চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-ময়দানে পা রাখছে অভিষেকের ক্লাব
উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম পুরসভার প্রধান নির্বাচিত হলেন কস্তুরী চৌধুরি এবং উপপ্রধান নিতাই দত্ত। উত্তর দমদম পুরসভার প্রধান হলেন ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান বিশ্বাস। এবারই তিনি প্রথম প্রধানের দায়িত্বে। তিনি মুখ্য প্রশাসক ছিলেন। বরানগর পুরসভার এবারেও প্রধান হলেন ১৫ নম্বর ওয়ার্ডের অপর্ণা মৌলিক। উপপ্রধান ২১ নম্বর ওয়ার্ডের দিলীপনারায়ণ বসু (সুনু)। রবীন্দ্রভবনে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। কামারহাটি পুরসভায় দ্বিতীয়বারের জন্য প্রধান হলেন গোপাল সাহা, উপপ্রধান তুষার সিংহ। কামারহাটি নজরুল মঞ্চে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক প্রমুখ।
আরও পড়ুন-৫৬ একরে স্পোর্টস সিটি
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা ও তমলুকের পুরপ্রধান এবং উপপ্রধানের নাম ঘোষিত হল। কাঁথির পুরপ্রধান হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের সুবলকুমার মান্না। এই নিয়ে তিনি একটানা সাতবার জিতে কাঁথি পুরসভার ইতিহাসে রেকর্ড করেছেন। উপপ্রধান সুপ্রকাশ গিরি। এগরা পুরসভায় প্রধান স্বপন নায়ক টানা চারবার জিতে এই পুরসভায় রেকর্ড করেছেন। এবার ১১ নম্বর ওয়ার্ড থেকে তিনি সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছেন। উপপ্রধান হয়েছেন জয়ন্ত সাহু। তমলুক পুরসভার ১ নং ওয়ার্ডে জিতে আরও একবার পুরপ্রধান হলেন তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য দীপেন্দ্রনারায়ণ রায়। উপপ্রধান লীনা মাভৈ রায়।
আরও পড়ুন-১৪৫ বন্দিকে মুক্তি দিল রাজ্য
পশ্চিম মেদিনীপুর জেলার ছয় পুরসভার প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা হল। ঘাটাল পুরসভার প্রধান নির্বাচিত হলেন তুহিন বেরা, উপপ্রধান অজিত দে। খারার পুরসভার প্রধান সন্ন্যাসী দলুই, উপপ্রধান পূর্বা ভুঁইয়া। প্রতিমা পাত্র প্রধান হলেন চন্দ্রকোনা পুরসভার, তাঁর সহকারী মেনকা ধাড়া। এটিও মহিলা পরিচালিত পুরসভা হল। ক্ষীরপাই পুরসভার দায়িত্বে দুর্গাশঙ্কর পান, উপপ্রধান আলপনা পাত্র। কল্যাণী তেওয়ারি হলেন রামজীবনপুরের প্রধান, তাঁর সহকারী শিউলি সিংহ ভট্টাচার্য। খড়্গপুরের প্রধান হলেন প্রদীপ সরকার, উপপ্রধান তৈমুর আলি খান।
বাঁকুড়া জেলার তিন পুরসভার প্রধানের নাম ঘোষণা হয়েছে। বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান হলেন অলকা সেন মজুমদার, উপপ্রধান হিরণ চট্টোপাধ্যায়। বিষ্ণুপুরের পুরপ্রধান হলেন গৌতম গোস্বামী, সহকারী মহাবীর আগরওয়াল। সোনামুখী পুরসভার প্রধানের দায়িত্বে সন্তোষ মুখোপাধ্যায়। উপপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়।
আরও পড়ুন-পাচার হওয়ার পথে হাওড়ায় বাজেয়াপ্ত সিহর্স
উত্তর দিনাজপুর জেলার তিন পুরসভা কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুরের প্রধানের নাম ঘোষণা করা হল। কালিয়াগঞ্জের প্রধান রামনিবাস সাহা, ডালখোলার প্রধান স্বদেশরঞ্জন সরকার, উপপ্রধান ফিরোজ আহমেদ। ইসলামপুরের প্রধান কানহাইয়ালাল আগরওয়াল। ২১, ২৩ ও ২৫ মার্চ তিন পুরসভার বোর্ড গঠিত হবে। সেদিনই শপথ নেবেন ওঁরা।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার প্রধান পদে এলেন প্রশান্ত মিত্র, উপপ্রধান জয়ন্তকুমার দাস। বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র, উপপ্রধান প্রদীপ্তা চক্রবর্তী। ২৩ মার্চ বালুরঘাটে এবং ২৪ মার্চ গঙ্গারামপুরে পুরবোর্ড গঠিত হবে।