বাতিল করা হল আরও ৩৯টি ট্রেন

Must read

রাজ্যের জন্য কিছুটা স্বস্তির খবর। রবিবার পুরী ছুঁয়ে বাংলার দিকে এগোনোর আগেই শক্তিক্ষয় শুরু হবে জাওয়াদের। ঘূর্ণিঝড় পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তবে দুর্যোগের হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না। শনিবার-রবিবার থেকে সোমবারও রয়েছে বৃষ্টির আশঙ্কা। তবে জাওয়াদের কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেই কিছু ট্রেন বাতিল করেছিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। এবার রবিবার ও সোমবার মিলিয়ে আরও ৩৯টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করল তারা। রেলকর্তাদের দাবি, যেহেতু ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তিত হচ্ছে তাই উপকূল অঞ্চলেই কেবল ট্রেন বাতিল করা হচ্ছে। বাকি অংশে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ইস্ট কোস্ট রেল সূত্রে জানা গিয়েছে, ৫ তারিখ রবিবার ৩৮টি এবং ৬ তারিখ সোমবার ১টি ট্রেন দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর আগে ৪ তারিখ শুক্রবারও ৩৬টি ট্রেন বাতিল হয়েছিল। জাওয়াদের জেরে এই নিয়ে সব মিলিয়ে মোট ৯৬টি ট্রেন বাতিল করা হল।

আরও পড়ুন-জনস্বাস্থ্য কারিগরি দফতরে কন্ট্রোল রুম

Latest article