প্রতিবেদন : কর্নাটকে (Data Selling- Karnataka Election) বিধানসভা নির্বাচনের আগে সামনে এল আরও এক কেলেঙ্কারির ঘটনা। বেঙ্গালুরুতে একটি সন্দেহজনক বেসরকারি সংস্থা নির্বাচনী প্রার্থীদের কাছে লক্ষাধিক ভোটারের ডেটা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ওই সংস্থার মালিকদের এখনও খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, সংস্থাটি তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে জানায়, তাদের কাছে বিপুল পরিমাণ ভোটারের মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর-সহ গুরুত্বপূর্ণ বহু তথ্য রয়েছে৷ সংস্থাটি তার সম্ভাব্য গ্রাহকদের জানায়, ২৫,০০০ টাকার বিনিময়ে তাঁদের লগইন অ্যাক্সেস প্রদান করা হবে। লগইন অ্যাক্সেসের মাধ্যমে সম্ভাব্য গ্রাহকরা সাইটে প্রবেশ করতে পারবেন। কিনতে পারবেন তাঁদের পছন্দের তথ্য এবং পরিষেবা। ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) ব্যবস্থা ব্যবহার করে সংস্থাটি ভোটারদের ঘুষ দিতে তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কাজ করছিল কিনা তা তদন্ত করে দেখছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কর্নাটক (Data Selling- Karnataka Election) নির্বাচনে ঝড় তোলা সর্বশেষ ভোটার কেলেঙ্কারি এটি। এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রকাশ্যে এসেছিল চিলুম নামে একটি বেসরকারি সংস্থার কর্মকাণ্ড। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার (বিবিএমপি) এক কর্মকর্তা পরিচয়ে বেঙ্গালুরুর লক্ষাধিক ভোটারের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছিল ওই সংস্থা। রাজু শ্রীনিবাস নামে এক নির্দল প্রার্থী সর্বশেষ কেলেঙ্কারির ঘটনাটি সামনে এনেছেন। রাজুকে ভোটারদের ব্যক্তিগত ডেটা বিক্রি করার প্রস্তাব দিয়েছিল ওই সংস্থা। রাজু সঙ্গে সঙ্গেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানান। রাজু এক নির্বাচনী অফিসারকে জানান, তাঁকে ফোন করে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভোটারদের ডেটা ক্রয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজু ২৪ এপ্রিল এ বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন।