ছত্তিশগড়ে মাওবাদী হামলা, ১০ পুলিশ-সহ নিহত ১১

Must read

প্রতিবেদন : মাওবাদী হামলায় ফের রক্তাক্ত হল ছত্তিশগড়ের (Chhattisgarh Maoist attack) দান্তেওয়াড়া। বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের গাড়ি উড়িয়ে দিল মাওবাদীরা। এই বিস্ফোরণে অন্তত ১০ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে পুলিশের গাড়ি চালকেরও। রাজ্য পুলিশের এক মুখপাত্র এই খবর জানিয়েছেন।

ছত্তিশগড় পুলিশের আইজি সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানিয়েছেন, পুলিশকর্মীরা (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস) মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান সেরে তাঁদের সদর দফতরে ফিরছিলেন। সেই সময় রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে দান্তেওয়াড়ার আরানপুরের কাছে একটি জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ওই বিস্ফোরণে গাড়িতে থাকা ১০ পুলিশকর্মীর মৃত্যু হয়। মৃত্যু হয়েছে গাড়ি চালকেরও। এদিনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মুখ্যমন্ত্রী বলেছেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মাওবাদীরা কেউ পার পাবে না। খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বিস্ফোরণের ঘটনা নিয়ে কথা বলেছেন। শাহ মাওবাদী দমনে রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি মাওবাদীর নামাঙ্কিত একটি হুমকি চিঠি ছড়িয়ে পড়েছিল ছত্তিশগড়ে। ওই চিঠিতে মাওবাদীরা পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা (Chhattisgarh Maoist attack) চালানোর হুমকি দিয়েছিল।

আরও পড়ুন- ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’ নবান্নে, কর্মচারীদের মুখের ছবি দিয়ে হাজিরা গণ্য হবে

আইজি বস্তার রেঞ্জ পি সুন্দররাজ বলেছেন, বিস্ফোরণে ডিআরজি-র ১০ পুলিশকর্মী এবং পুলিশের গাড়ি চালক প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা। এলাকায় মাওবাদীদের সন্ধানে ফের নতুন করে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Latest article