‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’ নবান্নে, কর্মচারীদের মুখের ছবি দিয়ে হাজিরা গণ্য হবে

Must read

রাজ্যে প্রথম নবান্নে (Nabanna) চালু হতে চলেছে মুখের ছবি দিয়ে বায়োমেট্রিক হাজিরা। নতুন এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘‌ফেস রেকগনিশন বায়োমেট্রিক মেশিন’‌ (Face Recognition Biometric)। এই পদ্ধতি ২মে থেকে নবান্নের সব দপ্তরে চালু হওয়ার কথা। বুধবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হয়।

মঙ্গলবার, নবান্নে প্রতিটি তলায়, সব দপ্তরের মূল ফটকের সামনে এই মেশিন (Face Recognition Biometric) লাগানো হয়ে গেছে। কর্মীদের আইকার্ডের ছবি এবং প্রয়োজনীয় তথ্য যুদ্ধকালীন তৎপরতায় সংগ্রহের কাজ চলছে। এ কাজ করছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড‌। এই কাজ করতে ব্যয় হচ্ছে ২৫ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর রাজ্য সরকার সদর কার্যালয়ে প্রায় আড়াই হাজার কর্মী রয়েছে। প্রত্যেকের আইকার্ড এবং প্রয়োজনীয় নথী মেশিনে দেওয়া থাকবে। দপ্তরে আসার সময়ে এই মেশিনের সামনে দাঁড়ালে মুখের ছবির সঙ্গে মেশিনে দেওয়া তাঁর ছবি মিলতে হবে। তবেই কর্মীরা দপ্তরে ঢুকতে পারবেন। তাঁদের উপস্থিতিও রেকর্ড হয়ে থাকবে। ধীরে ধীরে এই পদ্ধতি বাকি সব ভবনেও চালু হয়ে যাবে বলে জানা গেছে।

আরও পড়ুন: অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্না দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী!

Latest article