সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর ব্যারেজের রক্ষণাবেক্ষণ দারুণভাবে উপেক্ষিত। কেন্দ্রীয় সরকারের অবহেলার এটি আরও একটি নিদর্শন। দামোদরের বর্ধমান সেচখালের ছ’টি লকগেটের মধ্যে পাঁচ নম্বর লকগেট গতকাল রাত থেকে হঠাৎ করে বেঁকে যেতে থাকে। যেহেতু এই মুহূর্তে ফিডার ক্যানেলে জল ছাড়া আছে, জলের গতিবেগ থাকার কারণে গেটটি ভেঙে বেরিয়ে যেতে পারে, কারণ গেটের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। গেটটি পুরোপুরি ভেঙে গেলে বড়সড় সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন-কালনা হাসপাতালে চালু হল রোগীর আত্মীয়দের বিশ্রামাগার
পরিস্থিতি সামাল দিতে পাশাপাশি অন্য দুটি গেট খুলে আপাতত জল ছাড়া হচ্ছে। দীর্ঘদিন মেরামতির কাজ না হওয়ার কারণে ব্যারেজের বেশিরভাগ লকগেট ভীষণভাবে খারাপ অবস্থায় রয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। এর জেরে যখন তখন ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। আগে দু-দু’বার বিপর্যয় ঘটে গিয়েছিল। তার ফলে শূন্য হয়ে গিয়েছিল দামোদর।
আরও পড়ুন-হাঁস-মুরগি পালনে লাভবান হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
ঠিক তেমন কোনও দুর্ঘটনাই ঘটে যেতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে বৃহস্পতিবার পরিদর্শনে যান সেচ দফতরের আধিকারিকরা। তাঁরা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করছেন। এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় প্রতিটি সংস্থাই পশ্চিমবঙ্গে ভীষণরকম উদাসীন। যার জেরে কয়লা, ইস্পাত— সবক্ষেত্রেই নিত্য দুর্ঘটনা ঘটছে।