হাঁস-মুরগি পালনে লাভবান হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

দফতরের তরফে জানানো হয়েছে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ডিম এনে তা প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: হাঁস-মুরগি পালনে লাভের মুখ দেখছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বিভিন্ন সময়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় ও রাজ্য সরকারের উদ্যোগে স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি প্রতিপালনের জন্য সহায়তা করা হয়। প্রশাসনের উদ্যোগে এখন থেকে উৎপাদিত ডিম বাজারজাত করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে জেলা গ্রামোন্নয়ন দফতর ও রায়গঞ্জ ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগ। ইতিমধ্যে এ-বিষয়ে নতুন দিশা দেখছেন স্বনির্ভর দলের মহিলারা।

আরও পড়ুন-গভীররাতে প্রকাশ চিকের বাড়িতে হামলা চালিয়ে ধৃত অভিযুক্ত ৬ বিজেপি-দুষ্কৃতী

দফতরের তরফে জানানো হয়েছে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ডিম এনে তা প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে। ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগ জানিয়েছে, এই সকল ডিম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফলে সেই ডিমের চাহিদাও যথেষ্ট রয়েছে বাজারে। বর্তমানে রায়গঞ্জ কিংবা এ জেলা ছাড়িয়ে মালদা ও শিলিগুড়িতেও ডিম সরবরাহ করা হচ্ছে। যার জন্য তৈরি হয়েছে ডিম উৎপাদক প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড। ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগ আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, “বাজারের পাশাপাশি অনলাইন ও সুপার মার্কেটেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ডিম করার সুযোগ পাচ্ছেন। জৈবিক পদ্ধতিতে উৎপাদিত এই ডিমের চাহিদা বেশ ভাল।” রায়গঞ্জ ব্লকের এক সমবায় সমিতির সভাপতি ডলি সরকার বলেন, ‘‘আমাদের দলের ২৭০ জন মহিলা বাড়ি বাড়ি গিয়ে ডিম জড়ো করছে। পরে সেই ডিম বাজারে বিক্রি করা হচ্ছে।”

Latest article