রাজ্য সরকারের আরেক মানবিক প্রকল্প, ৮০ মৎস্যজীবীকে রেজিস্ট্রেশন কার্ড

মৎস্যজীবীদের জন্যও তিনি প্রকল্প করেছেন। তার জেরেই ৮০ জন মৎস্যজীবীর হাতে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হল

Must read

সংবাদদাতা, নদিয়া : মৎস্যজীবীরা (fishermen) জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, অথচ তাঁদের তেমন সামাজিক বা অর্থনৈতিক স্বীকৃতি ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিকেই নজর রাখেন, উন্নয়নের সুফল পৌঁছে দেন। মৎস্যজীবীদের জন্যও তিনি প্রকল্প করেছেন। তার জেরেই ৮০ জন মৎস্যজীবীর হাতে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হল।

আরও পড়ুন-আমেরিকা, বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে উরস উৎসবে সম্প্রীতির বার্তা মন্ত্রীর

এই কার্ড পেয়ে মৎস্যজীবীরা খুবই খুশি। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস ও পঞ্চায়েত সমিতির অন্য সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস মৎস্যজীবীদের হাতে এই কার্ড তুলে দেন। মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যচাষিদের সরকারি সুবিধা প্রদানের জন্য দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে বিশেষ গুরুত্ব প্রদান করেছে রাজ্য সরকার। এই কার্ডের রেজিস্ট্রেশন নম্বর খুব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-এগিয়েও হার মোহনবাগানের

মৎস্যজীবীদের এই কার্ড পরিচয়পত্রও। দুর্ঘটনা হলে এই কার্ডের মাধ্যমে এককালীন টাকা পাওয়া যাবে। এছাড়া সরকারি সুবিধাও পাওয়া যাবে। এ প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস বলেন, এই কার্ডের মাধ্যমে মৎস্যজীবীদের পরিচয়পত্র হল। একইসঙ্গে এই কার্ডের মাধ্যমে তাঁরা যেসব সরকারি পরিষেবা আছে তাও পাবেন।

Latest article