প্রতিবেদন : আবাস যোজনা প্রকল্পে এক কানাকড়িও না দিয়ে উল্টে হিসাব চেয়ে রাজ্যেকে লম্বা চিঠি ধরিয়েছে কেন্দ্র। কয়েকশো পাতার চিঠি পাঠানো হয়েছে। তারপরই রাজ্যের তরফে পাল্টা চিঠি গেল নবান্ন থেকে। সূত্রের খবর, চিঠিতে দ্রুত আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়ার আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। চিঠিতে এও বলা হয়েছে, কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা রিলিজ না করলে পরবর্তী ক্ষেত্রে ৩০ মার্চের মধ্যে বাড়ি তৈরি করা সম্ভব হবে না।
আরও পড়ুন-সাগরে আবর্জনা সাফ মন্ত্রীদের
প্রশাসনিক সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, ৩ মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে ১১ লক্ষ ৩৬ হাজার। তবে ‘আশ্বাস’ জুটলেও জোটেনি টাকা। দ্রুত সেই টাকা না পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে না রাজ্য। তাই আবারও রাজ্যের আবেদন, রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার। প্রসঙ্গত, দেরি করে টাকা দিলে কাজ করা সম্ভব হচ্ছে না, সেই টাকা মেয়াদ ফুরোলে ফের চলে যাবে কেন্দ্রের কোষাগারে। কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা রিলিজ না করলে পরবর্তী ক্ষেত্রে ৩০ মার্চের মধ্যে বাড়ি তৈরি করা সম্ভব হবে না। পঞ্চায়েত দফতরের আধিকারিকদের কথায়, কেন্দ্রের তরফে কেন্দ্রীয় দল পাঠানো হোক তাতে কোনও আপত্তি নেই। কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা টাকা রিলিজ না করলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তাই টাকা রিলিজ করা হোক।