পাঞ্জাব-হরিয়ানা সীমানায় কৃষক আন্দোলনে চলাকালীন প্রাণ হারালেন আরও এক কৃষক (Farmers Protest)। মৃত ৬২ বছর বয়সী কৃষক দর্শন সিং। শুক্রবার আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। দ্বিতীয় দফার এই কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। মৃত্যু হয়েছে ২ পুলিশকর্মীরও।
হরিয়ানা পুলিশের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অম্বালায় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে কৃষকদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ শুরু হয় পুলিশের। তখনই মৃত্যু হয় ২ পুলিশকর্মীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩০ পুলিশকর্মী। পুলিশের দাবি, আন্দোলনকারীরা জোর করে দিল্লিতে ঢোকার চেষ্টা করায় উত্তেজনা ছড়ায়। তাঁদের থামাতে গেলে শুরু হয় সংঘর্ষ। যার জেরেই ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে কৃষক আন্দোলন রুখতে আরও কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। হরিয়ানা সরকারের তরফে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্ষোভের নামে কোনওরকম সরকারি সম্পত্তি নষ্ট করলে কৃষকদের (Farmers Protest) সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তবে সরকারের হুঁশিয়ারির পরও আন্দোলনে অটল কৃষকরা।
আরও পড়ুন-লাগাম ছাড়া ঘৃণা ভাষণ, গদ্দারের ভিডিও-সহ হাইকর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের
এর আগে বুধবার ২৪ বছর বয়সি এক কৃষকের মৃত্যু হয় শম্ভু সীমানায়। কৃষকের না শুভ করণ সিং। আন্দোলনরত কৃষকের মৃত্যুতে তাঁর পরিবারকে ১কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিকে কৃষক মৃত্যুর ঘটনায় ক্ষোভ পাঞ্জাবে। কৃষক মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। শুক্রবার ‘কালাদিবস’ পালন করছে কৃষকরা। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড়ে এসকেএমের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশজুড়ে পথে নামবে লাখো কৃষক।