অম্রুত প্রকল্প: কেন্দ্রের সেরা স্বীকৃতি পেল বাংলা, পুরস্কার পাচ্ছে রাজ্যের ১১ পুরসভা

Must read

কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে এবার সেরা স্বীকৃতি পেল বাংলা। নাগরিক পরিষেবা উন্নয়নে কেন্দ্রের অম্রুত প্রকল্প (AMRUT Scheme) সফলভাবে রূপায়নের জন্য এবছর রাজ্যের ১১ টি পুরসভা পুরস্কৃত হচ্ছে।  নিকাশি, পানীয় জল সরবরাহ-সহ একাধিক নাগরিক পুরসভার মানোন্নয়নে অম্রুত প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ সঠিক ব্যবহারের জন্য সর্বভারতীয় স্তরে এই ১১টি পুরসভাকে পুরস্কৃত করার কথা জানানো হয়েছে।  আগামী ৫ মার্চ দিল্লিতে পুরসভাগুলির হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পুরসভাগুলি হল উত্তরপাড়া, হাওড়া, নবদ্বীপ, বারাসত, উলুবেড়িয়া, শিলিগুড়ি, চাঁপদানি, ভাটপাড়া, কল্যাণী, উত্তর বারাকপুর এবং দক্ষিণ দমদম পুরসভা।

কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের কাজের টাকা আটকে রেখেছে। তা নিয়ে আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে বহুবার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ সবে কাজ না হওয়ায় রাজ্য সরকার ১০০ দিনে কাজের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আবাস যোজনার কাজ চালু রাখার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এই পরিস্থিতে কেন্দ্রের স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- আরও এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু, প্রাণ গেল ২ পুলিশকর্মীরও

দিন কয়েকাগে কেন্দ্রের একটি সমীক্ষা জানিয়েছিল, দেশের সব থেকে অপরিষ্কার শহর হল হাওড়া। ওই সমীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছিল। কিন্তু দেখা যাচ্ছে, যে ১১ পুরসভাকে পুরস্কৃত করবে কেন্দ্র তার মধ্যে হাওড়াও রয়েছে।

অম্রুত-২ প্রকল্পে রাজ্যের জন্য মোট ১০,৩৪০ কোটি টাকার অনুমোদন মিলেছে। এই কাজ চলবে ২০২৬ সাল পর্যন্ত। প্রথম কিস্তিতে মোট ১হাজার ৪৯৫ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে কেন্দ্র দেবে ৪৯৫ কোটি টাকা। বাকি এক হাজার কোটি টাকা দেবে পশ্চিমবঙ্গ।

Latest article