ফের রেল দুর্ঘ.টনা, লাইন.চ্যুত আজমের-শিয়ালদা এক্সপ্রেস

কমপক্ষে ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করতে হয়েছিল রেলকে। মহারাষ্ট্রের কসারা স্টেশনের সামনে মালগাড়িটি লাইনচ্যুত হয়।

Must read

সোমবার দুপুর নাগাদ আজমের-শিয়ালদা এক্সপ্রেস (Ajmer Sealdah Express) লাইনচ্যুতহল। আজমের জংশনে ঘটনাটি ঘটলেও এই দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর নেই। রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানান মেরামতের জন্যে আজমের জংশনের শিয়ালদা-আজমের এক্সপ্রেসটিকে কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনার জেরে ট্রেনের ৪টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনে সেই সময় কোনও যাত্রী ছিলেন না বলেই রক্ষে।এই দুর্ঘটনার ফলে যদিও রেল পরিষেবা ব্যাহত হয়নি। তবে লাইনচ্যুত কামরাগুলিকে সেখান থেকে খুব তাড়াতাড়ি সরানোর চেষ্টা করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেই নিয়ে রেলের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয় নি।

আরও পড়ুন-ভুয়ো জাতিগত শংসাপত্র ইস্যু নিয়ে কড়া পদক্ষেপ, নিয়োগ হচ্ছে বহু আধিকারিক

চলতি বছরে একের পর এক রেল দুর্ঘটনা যাত্রীদের সুরক্ষায় বড় প্রশ্নচিহ্ন ফেলেছে। কিছুদিন আগেই মহারাষ্ট্রে এবং চেন্নাইয়ের কাছে দু’টি ঘটনায় দু’টি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনার কবলে পড়েছিল দু’টি মালগাড়ি। গত ১০ ডিসেম্বর একটি মালগাড়ি চেন্নাই হারবরে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মালগাড়িটির পাঁচটিরও বেশি ডাব্বা ট্র্যাক থেকে নেমে যায়। ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, রেললাইনে বিশাল বড় ফাটল রয়েছে। সেই রাতেই মহারাষ্ট্রে লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি। কমপক্ষে ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করতে হয়েছিল রেলকে। মহারাষ্ট্রের কসারা স্টেশনের সামনে মালগাড়িটি লাইনচ্যুত হয়।

Latest article