ধূলিয়ানে ফের নিষিদ্ধপল্লিতে ভয়াবহ আগুন

বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের ধূলিয়ান পুর এলাকার একটি নিষিদ্ধপল্লিতে ১৫ অস্থায়ী ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল।

Must read

সংবাদদাতা, ধূলিয়ান : বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের ধূলিয়ান পুর এলাকার একটি নিষিদ্ধপল্লিতে ১৫ অস্থায়ী ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ধূলিয়ান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলাবাগানে নিষিদ্ধপল্লির ঘরগুলোয় আগুন লাগে। বুধবার রাতেই প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন-শিশুর টিকাকরণে নির্দেশিকা

এর আগেও ২০২১ সালের মার্চে একবার ওখানে আগুন লাগে। ছাই হয়ে যায় সমস্ত টিনের ও দরমার ঘর। তারপর থেকে রাতে বেসরকারি নিরাপত্তারক্ষী থাকে। তবুও ফের আগুনে আতঙ্কে রয়েছেন পল্লির শ’খানেক মহিলা। ওখানে প্রায় ৬০টি টিনের ও দরমার বেড়া দেওয়া অস্থায়ী ঘর রয়েছে। বুধবার রাতের আগুনে ১৫টি সম্পূর্ণ ভস্মীভূত। ধূলিয়ান পুরপ্রধান ইনজামামুল ইসলাম বলেন, কীভাবে আগুন লাগল বুঝতে পারিনি। কয়েকজন কাউন্সিলরকে নিয়ে পরিদর্শনে যাব। তারপর ক্ষতিপূরণ এবং কীভাবে পুনর্গঠন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকাটি যেহেতু গঙ্গার একদম ধারে, তাই নতুন করে সেখানে স্থায়ী কাঠামো নির্মাণ সম্ভব নয়।

Latest article