প্রতিবেদন : প্রথমে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। তার ৪৮ ঘণ্টার মধ্যে সিগনেচার ব্যাঙ্ক। মাত্র দু’দিনের ব্যবধানে নিজেদের দেউলিয়া ঘোষণা করে আমেরিকার এই দুটি ব্যাঙ্ক। এবার দেউলিয়া হওয়ার প্রায় দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছে ফার্স্ট রিপাবলিক নামে আমেরিকার আরও একটি ব্যাঙ্ক। তবে পতনের আশঙ্কার কারণে অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ককে ৩০ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে সে দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি।
আরও পড়ুন-ভ্যাকসিন সবসময় উপকারী
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পরপর দুটি বড় মাপের ব্যাঙ্ক দেউলিয়া ঘোষিত হওয়ায় আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে তীব্র আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। ব্যাঙ্কিং ব্যবস্থার পতন রুখতে ইতিমধ্যে জো বাইডেন প্রশাসন বিভিন্ন শীর্ষ ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। সরকারের সেই আবেদন মেনে ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ককে শীর্ষ ব্যাঙ্কগুলি এই অর্থসাহায্য করল। একের পর এক ব্যাঙ্ক পতনের পর বাইডেন সরকারও ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে আতঙ্ক কমানোর চেষ্টা শুরু করেছে।
আরও পড়ুন-টিকাকরণে আরও সচেতন হোক নারী
পরপর দুটি বড় মাপের ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে জনমানসে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। চলতি পরিস্থিতিতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলি-সহ হোয়াইট হাউসও বিভিন্ন ব্যাঙ্কের ওপর নজর রাখতে শুরু করেছে। করোনাজনিত পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন অর্থনীতিতে নেমেছে চরম মন্দা। বিনিয়োগ প্রায় তলানিতে নেমে এসেছে। সে কারণে ব্যাঙ্কগুলিও চরম আর্থিক সংকটে ভুগছে। সেই সংকট সামাল দিতে না পেরে পরপর দুটি ব্যাঙ্ক নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। দেউলিয়া হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ফাস্ট রিপাবলিক ব্যাঙ্কও। তবে শীর্ষ মার্কিন ব্যাঙ্কগুলি ফাস্ট রিপাবলিক ব্যাঙ্ককে ৩০ বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করায় আপাতত চলতি সংকট থেকে রেহাই পেতে পারে বলে আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন।