যোগীরাজ্যে ছয় বছরে দশ হাজার এনকাউন্টার!

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ছয় বছরের শাসনকালে ১০ হাজারেরও বেশি এনকাউন্টার হয়েছে। এই এনকাউন্টারে মারা গিয়েছেন ৬৩ জন অপরাধী

Must read

প্রতিবেদন : উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ছয় বছরের শাসনকালে ১০ হাজারেরও বেশি এনকাউন্টার হয়েছে। এই এনকাউন্টারে মারা গিয়েছেন ৬৩ জন অপরাধী। পাশাপাশি এই সংঘর্ষের ঘটনায় এক পুলিশ অফিসারও শহিদ হয়েছেন। জখম হয়েছেন ৪০১ জন পুলিশকর্মী। এমনটাই জানিয়েছে যোগী সরকার। এই পরিসংখ্যান থেকেই এটা স্পষ্ট যে, যোগী সরকার কতটা ট্রিগার হ্যাপি এবং বেআইনিভাবে পরিচালিত হয়। দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতিটি মানুষেরই উপযুক্ত বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু যোগী রাজ্যে মানুষ বিচার পাচ্ছেন না।

আরও পড়ুন-দেউলিয়া হওয়ার পথে আরও এক মার্কিন ব্যাঙ্ক

বিচারের আগেই নিতান্তই সাজানো নাটক করে বহু মানুষকে যোগী সরকার মেরে ফেলছে। কোনও একজন যত বড় অপরাধই করুক না কেন, আদালতই তাকে শাস্তি দেবে, এটাই সাংবিধানিক নিয়ম। কিন্তু যোগী সরকার সেই সাংবিধানিক নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিচার ব্যবস্থার প্রাসঙ্গিকতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা সকলেই বলছেন, যোগী সরকারের এই আচরণ শুধু অমানবিকই নয়, সংবিধান বিরোধী। শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, বিজেপির এই ছয় বছরের শাসনে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে মিরাটে। এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৩১৫২টি। আগ্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৮৪৪টি। এই সংঘর্ষের ঘটনায় ৬৩ জন অপরাধীর মৃত্যু হওয়ার পাশাপাশি জখম হয়েছেন ১৭০৮ জন। যোগীর আমলে উত্তরপ্রদেশে বিভিন্ন অপরাধের কারণে ধরা পড়েছে ৫৯৬৭ জন।

Latest article