মহিলাদের সুরক্ষায় আইন ফেডারেশনের

Must read

নয়াদিল্লি, ৮ মে : ভারতীয় ফুটবলে (Indian Football) এবার মহিলাদের সুরক্ষায় শারীরিক নিগ্রহ বিরোধী আইন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সরকারিভাবে অনুমোদন করল এই নীতি। বুধবার থেকেই তা চালু হয়ে গেল। এদিন ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে ‘পশ পলিসি’ অনুমোদিত হয়।
বছর দুয়েক আগেই প্রাক্তন এআইএফএফ সচিব কুশল দাসের বিরুদ্ধে এক মহিলা কর্মীকে নির্যাতনের অভিযোগ এনেছিলেন ফুটবল কর্তা রঞ্জিত বাজাজ। সম্প্রতি দিল্লির ফুটবল হাউসে এমন আরও একটি ঘটনা সামনে আসে। কিন্তু যৌন হেনস্থা বিরোধী নীতি না থাকায় ফেডারেশন অভিযোগ নিয়ে এগোতে পারেনি।
২০১৩ সালের ‘পশ অ্যাক্ট’ মেনে এই আইন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এআইএফএফ। ফেডারেশনের লিগাল টিম এই আইন তৈরি করেছে। ফেডারেশনের কর্মীরা যাতে নিরাপদে এবং ভাল পরিবেশে কাজ করতে পারেন সে জন্যই এই আইন। সিনিয়র এবং বয়সভিত্তিক দলের মহিলা ফুটবলারদের জন্যও এই আইন গুরুত্বপূর্ণ। এআইএফএফ-এর ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ন বলেছেন, ‘‘আমাদের পরিকল্পনা রয়েছে, পশ আইন নিয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ করার। যিনি বছরে অন্তত তিনবার আমাদের কর্মীদের এটা নিয়ে অবহিত করবে। বিশেষ করে আমাদের জুনিয়র এবং মেয়েদের বয়সভিত্তিক দলের জন্যও গুরুত্বপূর্ণ হবে এই নীতি। সবাইকেই এই আইন বা নীতি নিয়ে সচেতন থাকতে হবে। পরিস্থিতির বিচারে এই আইন আনা খুব দরকার ছিল।’’

আরও পড়ুন-পিএসজিকে ছিটকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

Latest article