কোভিড রুখতে অ্যান্টিবডি পরীক্ষা

প্রায় পাঁচ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে মৃত্যুর খবর আসছে। সংক্রমণ বৃদ্ধি সবচেয়ে বেশি গুজরাতে।

Must read

প্রতিবেদন : কোভিডের অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা জানার জন্য পরীক্ষায় জোর দিতে চাইছে স্বাস্থ্যমহল। উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ও মন্ত্রীরা। কারণ, দেশ জুড়ে আবার বাড়ছে কোভিড-১৯। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। যা গত ১৩০ দিনে রেকর্ড। সাতদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে।

আরও পড়ুন-মোদি জমানায় জওয়ানদের চাকরি ছাড়ার হিড়িক

প্রায় পাঁচ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে মৃত্যুর খবর আসছে। সংক্রমণ বৃদ্ধি সবচেয়ে বেশি গুজরাতে। সাতদিনে আক্রান্ত ৬৬০ জন। সংক্রমণের হার মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই বেশি। চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র ও কর্ণাটক। পূর্ব ভারতেও বাড়ছে। ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ৯১৮ জন। অ্যাকটিভ কেস ৬,৩৫০। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ। তাতেই ফের বিধিনিষেধ ফেরার আশঙ্কা করছেন অনেকে। ভিড় এলাকায় মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার ফিরতে পারে। কলকাতা-সহ বিভিন্ন রাজ্যে অ্যান্টিবডি পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।

Latest article