ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান, কম্পন অনুভূত এবার দিল্লিতেও

আজ রাত ১০ টা ১৭ মিনিট ২৭ সেকেন্ডে আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্প হয়েছে।

Must read

মঙ্গলবার রাতে হঠাৎ করেই বেশ জোরালো কম্পন (earthquake) অনুভূত হল দিল্লি (Delhi), ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-সহ উত্তর ভারতের একাংশে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে এই নিয়ে জানানো হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অনুভূত হয়েছে কম্পন। দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পনের মাত্রা যথেষ্ট বেশি ছিল বলেই অনেকের দাবি।

আরও পড়ুন-কোভিড রুখতে অ্যান্টিবডি পরীক্ষা

আজ রাত ১০ টা ১৭ মিনিট ২৭ সেকেন্ডে আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্প হয়েছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্প ‘তীব্র’ শ্রেণির মধ্যে পড়ছে বলেই জানা গিয়েছে।জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্সের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা আরও অনেকটাই বেশি ছিল।

 

Latest article