প্রতিবেদন : আগামী মাসে ভারত (India) সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। জি-২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি। তিনদিনের সফরে ভারতীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট।
হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফর করে আগামী ১ মার্চ ভারতের মাটিতে পা রাখবেন ব্লিঙ্কেন।
আরও পড়ুন: বিয়ের দিনেই শুরু রুশ হামলা, তারপরেই রণাঙ্গনে
জি-২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেওয়ার পাশাপাশি খাদ্য ও শক্তি সুরক্ষা ক্ষেত্রে সদস্য দেশগুলির ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র। এছাড়া বিপর্যয় মোকাবিলা, মানবিক সাহায্য, মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে জি-২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মতের আদান-প্রদান করবেন। ভারত সফরকালে মার্কিন সেক্রেটারি অফ স্টেট ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলেও জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র। সেইসঙ্গে ভারতের বণিক সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গেও ব্লিঙ্কেন (Antony Blinken) বৈঠক করতে পারেন।