বিয়ের দিনেই শুরু রুশ হামলা, তারপরেই রণাঙ্গনে

Must read

প্রতিবেদন : কিয়েভের (Kyiv) বাসিন্দা ইয়ারানা অ্যারিভা ও সিয়াটোস্লাভ ফুরসিন। সারা জীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন নিয়ে গত বছরের ২৪ ফেব্রুয়ারি যেদিন বিয়ে করলেন ওঁরা, ঠিক সেদিনই ওঁদের দেশে শুরু হয়েছিল রাশিয়ার (Russia- Ukraine) বিধ্বংসী বোমাবর্ষণ। বিয়ের দিনেই যুদ্ধ শুরু। একবছর পেরিয়ে এসেও যুদ্ধ থামার লক্ষণ নেই। কিন্তু যুদ্ধের বর্ষপূর্তিতে নিজেদের বিবাহবার্ষিকী পালনে মন সায় দেয়নি। ওঁরা অপেক্ষা করছেন কবে আসবে নতুন ভোর ধ্বংসের আঁধার পেরিয়ে।

কী বললেন ইউক্রেনের অ্যারিভা? তাঁর কথায়, গত বছর যেদিন রাশিয়া আমাদের দেশ আক্রমণ করল সেদিনই আমাদের বিয়ে ছিল। বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গিয়েছিল উদ্বেগ আর অনিশ্চয়তায়। দীর্ঘ এক বছরে অ্যারিভা আর ফুরসিন রাশিয়ার চরম নৃশংসতা দেখেছেন। যুদ্ধ চলছে আজও। একের পর এক রুশ (Russia- Ukraine) ক্ষেপণাস্ত্র হামলায় মারা যাচ্ছেন ইউক্রেনের বহু মানুষ। তাঁদের চেনাজানা অনেকেই এই সময়ে দেশ ছেড়েছেন। ছবির মতো সুন্দর দেশটা চোখের সামনে ঝাঁঝরা, অচেনা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘের বাংলা ফন্ট

যে বিশেষ পোশাক পরে তাঁদের বিয়ে হয়েছিল সেই পোশাকটিও অ্যারিভা এখন সযত্নে এড়িয়ে চলেন। কারণ ওই পোশাক গায়ে দিলেই তাঁর মনে পড়ে যায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির সেই ভয়ঙ্কর দিনের কথা। আতঙ্কের সেই প্রহর তিনি মনে রাখতে চান না। ইউক্রেনীয় এই তরুণী আরও জানিয়েছেন, তাঁরা ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন ঠিকই, কিন্তু সেসময় তাঁদের বিয়ে করার কোনও পরিকল্পনা ছিল না। তাঁরা পরিকল্পনা করেছিলেন মে মাসে বিয়ে করবেন। কিন্তু হঠাৎ যুদ্ধ শুরু হলে যদি তাঁদের কেউ মারা যান তা ভেবেই ফেব্রুয়ারিতে বিয়ে সেরে ফেলেন। যেদিন তাঁরা বিয়ে করেছিলেন সেদিন বিয়ের চুক্তিপত্রে সই করার পাশাপাশি অ্যারিভা ও ফুরসিন হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। যোগ দিয়েছিলেন সেনায়। দেশকে স্বাধীন করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। অ্যারিভা কিয়েভ শহরের একজন পুরসদস্য। অন্যদিকে তাঁর স্বামী ফুরসিন একেবারে সামনে থেকেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন। মৃত্যু আসতে পারে যেকোনও সময়। সেই উদ্বেগ চেপে রেখেই সাহসী তরুণ দম্পতি জানান, যেদিন ইউক্রেন স্বাধীন হবে সেদিন তাঁরা তাঁদের বিবাহবার্ষিকী নতুন করে পালন করবেন। রাশিয়ার কাছ থেকে দেশকে রক্ষা করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। তাঁদের আশা, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে তাঁরা রাশিয়াকে নিশ্চিতভাবেই পরাজিত করবেন।

Latest article