ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার নজিরবিহীনভাবে বঙ্গ বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ”আগে এক ভেড়া ছিল, এখন এক ছাগল এসেছে, ছাগল আর ভেড়ার বুদ্ধি কেমন হবে? যেমন ছাগল, তেমন ভেড়া। আগে যে রাজ্যের বিজেপি প্রেসিডেন্ট ছিল সে ভেড়া, এখন যে প্রেসিডেন্ট সে ছাগল। এক ভেড়া আর এক ছাগল গিয়েছে, মানুষ মানবে কেন ওদের?”
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার নথির আরও সরলীকরণের পথে রাজ্য সরকার
প্রসঙ্গত, শুক্রবার জেলা সফর শুরু করেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। আর সেখানেই যত বিপত্তি। পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠককে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির সামনেই তুমুল সংঘর্ষে জড়িয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মাটিতে ফেলে একে অপরকে মারধর চলেছে। দিলীপ ঘোষকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। পাল্টা দিলীপ ঘোষ নিজের দলের কর্মী-সমর্থকদের পুলিশ দিয়ে ঠেঙানি খাওয়ানোর হুমকি দেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর যা নিয়ে বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতিকে ব্যক্তি আক্রমণের পাশাপাশি খোঁচা দিয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।