অনুব্রতর জীবনকথা ‘খেলা হবে’

Must read

সংবাদদাতা, বোলপুর : বর্ণময় চরিত্র অনুব্রতর (Anubrata Mondal) স্লোগান ‘খেলা হবে’ (Khela Hobe) তাঁর জীবনীমূলক বইয়ের নামকরণ। বইয়ের প্রাক্‌কথন লিখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। বোলপুর (Bolpur) গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে সেই বইয়ের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রমুখ। বই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, অনুব্রত মণ্ডল কথার মালা গাঁথতে জানেন। তিনি জানেন কোন কথা উঠে আসতে পারে একেবারে খবরের শিরোনামে। এই কারণেই অনুব্রতর গুড় বাতাসা, ঢাকের চড়াম চড়ামের মতো সাধারণ কথাও তাঁর ভঙ্গিতে ঈঙ্গিতপূর্ণ হয়ে উঠেছে।’ এই বইটিতে অনুব্রতর রাজনৈতিক উত্থানের কাহিনি রয়েছে। কীভাবে বামেদের অত্যাচারে নানুনের মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাড়িছাড়া কর্মীদের জায়গা দিয়েছেন নিজের বাড়িতে তা সবই উল্লেখ রয়েছে। বই প্রকাশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বইটি (Khela Hobe) আগামী দিনে বীরভূমের রাজনীতির ইতিহাস হিসাবে বেছে নেবেন পাঠকরা।’

আরও পড়ুন-সিঙ্গুর মামলায় নির্দোষ বেচারাম

Latest article