প্রতিবেদন : নভেম্বরের শুরুতেই দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে চলেছে। ১ নভেম্বর থেকে এই কর্মসূচি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ‘পাড়ায় সমাধান’ শিবির। শনিবার এই কর্মসূচি নিয়ে নবান্নে সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে যুক্ত দফতরের সচিবরা। ছিলেন পুরসভার কমিশনাররা।
আরও পড়ুন-উৎসবে সাহিত্যের আন্তরিক আয়োজন
মুখ্যসচিবের নির্দেশ, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একইভাবে আধার কার্ড যাঁদের নেই তাঁদেরও সাহায্য করতে হবে। যেসব জায়গায় স্থায়ী ক্যাম্প করা সম্ভব নয়, সেখানে ভ্রাম্যমাণ শিবিরের ব্যবস্থা করতে হবে। যে কোনও প্রকল্পের জন্য আবেদন করতে শিবিরে আসা সাধারণ মানুষ যেন কোনওভাবে বিভ্রান্ত না হয় তা দেখতে হবে। জমা পড়া দরখাস্ত খতিয়ে দেখে পরিষেবা দেওয়া শেষ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
আরও পড়ুন-সংগীত বিদ্যা
এবারের দুয়ারে সরকার শিবিরে ২৫টি বিষয়ে দরখাস্ত নেওয়া হবে। এগুলি হল— খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষকবন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা, আধার-সংক্রান্ত সমস্যা, কৃষি জমি মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড–সহ সব ধরনের ক্রেডিট কার্ড সংক্রান্ত দরখাস্ত। এ ছাড়াও মৎস্যজীবীদের নথিভুক্তীকরণ হবে এই শিবিরে।