নয়াদিল্লি : দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার দুপুরে দিল্লি সরকারের বাজেট পেশে অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে রাজ্য বাজেট পেশ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং উপরাজ্যপালের নজিরবহীন সংঘাত হয়। কেন্দ্রের তরফে বিজ্ঞাপনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করার কারণ ব্যখা চাওয়া হয়। অভিযোগ, বিজ্ঞাপনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও বরাদ্দ কমানো হয়েছে পরিকাঠামো এবং অন্যান্য উন্নয়ন খাতে। যদিও আপ সরকার সেই অভিযোগ মানতে নারাজ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বাজেট পেশের অনুমোদন দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন-বিজেপি শাসনে দেশে ক্রমশ বাড়ছে মানবাধিকার লঙ্ঘন
সরকারের সঙ্গে দীর্ঘ সংঘাত চলার পর বাজেটে সিলমোহর দেন উপরাজ্যপাল। মঙ্গলবারই দিল্লি বিধানসভায় বাজেট পেশ হওয়ার কথা ছিল। যদিও প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে সম্মতি না আসায় তা করা যায়নি। বাজেট থমকে যাওয়ায় অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, কেন আপনি দিল্লির মানুষের ওপর এত ক্ষুব্ধ? স্বাধীনতার ৭৫ বছরে এমন নজির নেই যেখানে একটি রাজ্যের বাজেট আটকে দেওয়া হয়েছে। বিধানসভায় দিল্লির অর্থমন্ত্রী কৈলাস গেহলট বলেন, একটি নির্বাচিত সরকারকে বাজেট পেশ করতে না দেওয়ার চেয়ে অসাংবিধানিক কিছু হতে পারে না।
আরও পড়ুন-ভাঁড়ারে টান, তবুও উন্নয়ন অব্যাহত
কেন্দ্রীয় সরকার জানত যে, ২১ মার্চ বাজেট পেশ করার কথা রয়েছে। প্রসঙ্গত, দিল্লির বাজেট পেশ করার আগে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। অন্যদিকে দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি বলেছেন, সরকার যদি করদাতাদের টাকার অপচয় করে, তাহলে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার।