বক্সার ব্যাঘ্র প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা জারি

সপ্তাহে এক দিন বক্সার ব্যাঘ্র প্রকল্পে ঢুকতে পারবেন না পর্যটকেরা। নয়া নির্দেশিকা জারি করলেন জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : সপ্তাহে এক দিন বক্সার ব্যাঘ্র প্রকল্পে ঢুকতে পারবেন না পর্যটকেরা। নয়া নির্দেশিকা জারি করলেন জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ। এই নির্দেশ মেনে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশ পাওয়ামাত্রই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র-অধিকর্তা অপূর্ব সেন সাংবাদিক সম্মেলন করে ওই কথা জানানোর পাশাপাশি বিজ্ঞপ্তিও জারি করেছেন।

আরও পড়ুন-বেনজির টালবাহানার পর বাজেটে অনুমোদন

দেশের অন্যান্য টাইগার রিজার্ভে প্রতি মঙ্গলবার করে বন্ধ রাখার নিয়ম চালু থাকলেও ঠিক কোন অদৃশ্য কারণে বক্সা ব্যাঘ্র প্রকল্প ওই নিয়মের বাইরে ছিল, তা অবশ্য জানা যায়নি। অপূর্ব সেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে সপ্তাহের প্রতি মঙ্গলবার বক্সার জঙ্গলে পর্যটকদের সব ধরনের আনাগোনা বন্ধ করা হলেও, জঙ্গলের ভেতরে থাকা বনবস্তি ও বক্সা পাহাড়ের বাসিন্দারা স্বাভাবিক ছন্দেই যাতায়াত করতে পারবেন। ছেদ পড়বে না আপৎকালীন পরিষেবাতেও। ফলে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ দেখছি না।

Latest article