হোমের আবাসিকদের জন্য নতুন ভবন

মঙ্গলবার রাজ্য সরকারের জনশিক্ষা প্রসারের আর্থিক সহযোগিতায় হোমের ছাত্রদের জন্য নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হল।

Must read

সংবাদদাতা, কোচবিহার : নতুন থাকার ঠিকানা পেয়ে খুশি হোমের পড়ুয়ারা। মঙ্গলবার রাজ্য সরকারের জনশিক্ষা প্রসারের আর্থিক সহযোগিতায় হোমের ছাত্রদের জন্য নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হল। কোচবিহার-১ ব্লকের ঘুঘুমারি এলাকায় নিরাশ্রয় নারী ও শিশুসেবা ভবনে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুচিস্মিতা দেবশর্মা, কোচবিহার-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিরুদ্ধ বর্মন, জনশিক্ষা প্রসার দপ্তরের জেলা আধিকারিক গৌতম মালি, ঘুঘুমারি গ্রামপঞ্চায়েত প্রধান মরজিনা বিবি-সহ অন্যরা।

আরও পড়ুন-বক্সার ব্যাঘ্র প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা জারি

জনশিক্ষা প্রসার দপ্তরের ৪৪ লক্ষ ৮১ হাজার ৬১৮ টাকা ব্যায়ে ৮০ বেডের এই নতুন দ্বিতল ভবন তৈরি করা হয়েছে। ২০২২ সালে এই নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছিল। জানা গিয়েছে, তিন বিঘা জমি নিয়ে ১৯৫৭ সালে নিরাশ্রয় নারী ও শিশু সেবা ট্রাস্ট বোর্ড অল্প কয়েক জন ছাত্র নিয়ে পথচলা শুরু করে। ঘরগুলি দীর্ঘ বেহাল দশায় ছিল। এখন হোমে ৬-১৮ বছর বয়সের ৬৫ জন ছাত্র থাকত। জেলাশাসক পবন কাদিয়ান জানান, ছাত্রদের জন্য নতুন ভবন তৈরি করা হয়েছে। এখানে সব মিলিয়ে ৮০ জন ছাত্র থাকতে পারবে।

Latest article