অবশেষে রফা, অরিন্দম ইস্টবেঙ্গলেই

Must read

প্রতিবেদনঃ গোলকিপার সমস্যার সমাধান। দীর্ঘ অপেক্ষার পর ময়দানের অভিজ্ঞ গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে সই করিয়ে নিল এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগান ছাড়ার পর নিজের পরবর্তী গন্তব্য ঠিক করার ক্ষেত্রে সময় নিচ্ছিলেন অরিন্দম। কারণ, ইস্টবেঙ্গল ছাড়াও তাঁর কাছে প্রস্তাব ছিল মুম্বই সিটি, কেরালা ও হায়দরাবাদের।

অরিন্দমের শুরু থেকেই দাবি ছিল দেড় কোটির পারিশ্রমিক এবং দীর্ঘমেয়াদী চুক্তি। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেই দাবি মানা সম্ভব ছিল না। কারণ, শ্রী সিমেন্ট প্রত্যেক ফুটবলারের সঙ্গে এক মরশুমের চুক্তি করছে। তাছাড়া গোলকিপার নেওয়ার ক্ষেত্রে ৯৫ লাখের বেশি উঠতে চাইছিল না লাল-হলুদ ম্যানেজমেন্ট।

আরও পড়ুন :জীবন দেব, মাথা নোয়াবো না: ইডি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ

তবে সোমবার দু’পক্ষের আলোচনার পরই রফা হয়। এসসি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রেই সই করে দিলেন গতবারের আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার। জানা গিয়েছে, আলোচনায় দু’পক্ষই কিছুটা নমনীয় হয়েছে। মুম্বই সিটি অরিন্দমকে দিতে চেয়েছিল ১ কোটি ২০ লক্ষ। সূত্রের খবর, শেষ পর্যন্ত এই অঙ্কেই রফা করে লাল-হলুদ জার্সি গায়ে তুলতে চলেছেন সোদপুরের যুবক।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে ভোট ময়দানে তারকার ঢল

প্রথমবার লাল-হলুদে সই করে অরিন্দম বললেন, ‘‘আমি খুব খুশি এই ক্লাবে সই করে। নিজের সেরাটা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের নাম, মর্যাদা রাখার চেষ্টা করব। মরশুম শুরু করার জন্য তর সইছে না। এই ক্লাবের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই এবং ক্লিন শিট রাখতে চাই।’’

শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানা গিয়েছে, কোচ রবি ফাওলার কয়েকজন বিদেশি ফুটবলারের তালিকা পাঠিয়েছেন। চুক্তি চূড়ান্ত হলেই তাঁদের নিয়ে চলতি মাসের শেষেই গোয়ায় আসবেন লিভারপুলের প্রাক্তন। ১ অক্টোবর থেকে বায়ো-বাবলে ঢুকতে হবে দলগুলিকে।

Latest article