মুম্বই, ১৯ এপ্রিল : অর্জুনের সঙ্গে খেলা তাঁর কাছে খুব উত্তেজক ঘটনা। রোহিত শর্মার মনে হচ্ছে, জীবনের বৃত্ত সম্পূর্ণ হল! অর্জুন তেন্ডুলকরকে নিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
রোহিত অর্জুনের বাবা কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম শেয়ার করেছেন। এবার পরপর দুটি ম্যাচ তাঁর অধীনে খেললেন তেইশ বছরের শচীন-পুত্র অর্জুনও। রোহিতের কথাটা সেটা ইঙ্গিত করেই। তিনি আরও বলেছেন, ‘‘অর্জুন এই দলের সঙ্গে তিন বছর ধরে রয়েছে। ক করতে চায় সেই সম্পর্কে ওর পরিষ্কার ধারণা রয়েছে। ও যথেষ্ট আত্মবিশ্বাসী। নিজের পরিকল্পনা সম্পর্কেও সচেতন। নতুন বলে সুইং করায় আর ডেথ ওভারে অর্জুনের লক্ষ্য হল ইয়র্কার বল করা।”
আরও পড়ুন-‘উনি বিজেপি বিধায়কই আছেন’ মুকুল প্রসঙ্গে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার সানরাইজার্স ম্যাচে ২.৫ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন অর্জুন। শেষ ওভারে তাঁর বোলিং সবার প্রশংসা পেয়েছে। খেলার পর দীর্ঘকায় অলরাউন্ডার বলেন, ‘‘এটা আমার প্রথম আইপিএল উইকেট। তাই ভাল লাগছে। আমার পরিকল্পনা ছিল, হাতে যা আছে সেটাই চেষ্টা করা। চেষ্টা ছিল যেদিকে বাউন্ডারি বড় সেদিকে বল করাও।”
এরপর অর্জুন আরও যোগ করেন, ‘‘আমার বল করতে ভাল লাগে। ক্যাপ্টেন যখনই বল করতে বলবে আমি তাতে রাজি। নিজের পরিকল্পনার মধ্যে থেকে দলের জন্য সেরাটা দিতে চাই। বল সুইং করুক বা না করুক, আমি লেংথে বল রাখতে চেয়েছি।” বাবার সঙ্গে ক্রিকেট নিয়ে কি কথা হয় জানতে চাইলে অর্জুন বলেছেন, ‘‘ক্রিকেট নিয়েই কথা হয় আমাদের মধ্যে। খেলার আগে ট্যাকটিক্স নিয়ে কথা বলি। প্রাকটিসে কেমন বল করলাম তা নিয়ে কথা হয়।”
আরও পড়ুন-‘তৃণমূল জাতীয় দল ছিল-থাকবে, কারও দয়ায় পাইনি’ স্পষ্টবার্তা মুখ্যমন্ত্রীর
বুধবারের ম্যাচে শচীন অবশ্য ডাগ আউটে বসে ছেলের বোলিং দেখেননি। তিনি এটা অর্জুনের প্রথম ম্যাচেও করেননি। পাছে ছেলে তাঁকে দেখলে চাপে পড়ে যায়, শচীন তাই সচেতনভাবে মাঠের বাইরে ছিলেন। তবে ম্যাচের পরেই শচীন ট্যুইট করেন, ‘‘অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল উইকেটের স্বাদ পেল!’’ প্রসঙ্গত, মুম্বইয়ের হয়ে আইপিএলে ৭৬টি ম্যাচ খেলে ২,২৮১ রান করলেও, শচীনের ঝুলিতে কোনও আইপিএল উইকেট নেই। বাবার অপ্রাপ্তি পূর্ণ করলেন ছেলে অর্জুন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…