দেশের সেনাপ্রধানের দায়িত্ব নিয়েই নাম না করে ভারতকে হুমকি দিলেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। নতুন সেনাপ্রধান বলেন, দেশের উপর অন্য কোনও দেশ আক্রমণ হানলে সেনাবাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময়ই প্রস্তুত। আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে মাতৃভূমির প্রতি ইঞ্চি জমি রক্ষায় শত্রুকে নিশ্চিহ্ন করতে আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত লড়াই করবে। পাকিস্তানকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। কীভাবে দেশ রক্ষা করতে হয় পাক সেনা সেটা জানে।
আরও পড়ুন-ছাত্র আন্দোলনে মেডিক্যালে ব্যাহত চিকিৎসা পরিষেবা
বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে বিভক্তকারী লাইন অব কন্ট্রোল বা এলওসি পরিদর্শন করার সময় এই মন্তব্য করেন পাকিস্তানের সেনাপ্রধান। তবে পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তব্যের প্রেক্ষিতে ভারত কোনও পাল্টা প্রতিক্রিয়া জানায়নি।