ছাত্র আন্দোলনে মেডিক্যালে ব্যাহত চিকিৎসা পরিষেবা

আচমকা এই আন্দোলনের ফলে আটকে পড়েন বিভাগীয় প্রধান এবং অধ্যাপকরাও। মঙ্গলবার সকাল থেকে এর প্রভাব পড়ে চিকিৎসা পরিষেবায়।

Must read

প্রতিবেদন : পড়ুয়াদের একাংশের তীব্র বিক্ষোভে ব্যাহত হল কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবা। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে সোমবার রাত থেকেই অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন একদল ছাত্রছাত্রী। তাঁদের সঙ্গে যোগ দেন বেশ কিছু জুনিয়র ডাক্তারও। অধ্যক্ষের ঘরের সামনে বসে পড়ে শুরু করেন অবস্থান বিক্ষোভ। পড়ুয়াদের অভিযোগ, দিন ঘোষণা করেও হঠাৎ ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-রং দেখে পরিষেবা নয়

আচমকা এই আন্দোলনের ফলে আটকে পড়েন বিভাগীয় প্রধান এবং অধ্যাপকরাও। মঙ্গলবার সকাল থেকে এর প্রভাব পড়ে চিকিৎসা পরিষেবায়। অধ্যক্ষ এবং অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বচসা বাধে কয়েকজন নার্সের। পড়ুয়া বিক্ষোভের জেরে অনেক রোগী এবং তাঁদের পরিজনকে ফিরে যেতে হয় বলে অভিযোগ। অনেকে আবার ডাক্তারদের কাছে পৌঁছতেই পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সবরকমের ব্যবস্থা নিয়েছে। এদিকে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে এদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক রোগীর আত্মীয়। বিচারপতি রাজশেখর মান্থার আদালতে মামলাটির শুনানি হতে পারে বুধবার। মেডিক্যালের সুপার বলেছেন, ছাত্ররা যে দাবি করেছে তার সঙ্গে আমরা সহমত। কিন্তু হাসপাতালেরও কিছু বাধ্যবাধকতা আছে। এছাড়াও আইনশৃঙ্খলার বিষয়টি দেখতে হবে।

Latest article