জম্মু-কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) ডাচিগাম এলাকায় একটি জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন ৩৪ অসম রাইফেলসের জওয়ান যশবিন্দর সিংহ। কিন্তু জঙ্গিদমন অভিযানে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জওয়ানের মৃত্যু হয়। আজ, শুক্রবার সকালে হারওয়ানের ফকির গুরজি এলাকার জঙ্গলে তল্লাশি চলছিল। হঠাৎ অসুস্থ বোধ করেন যশবিন্দর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও তার আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অসম রাইফেলসের ওই জওয়ানের। ঠিক কী কারণে মৃত্যু হল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-একতাই মূলমন্ত্র, সংহতি দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই ডাচিগামের জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গোপন সূত্রের খবর, লস্কর জঙ্গিগোষ্ঠীর কয়েক জন সদস্য ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে।এরপরেই তল্লাশি অভিযান শুরু করে সেনা। দু’পক্ষের গুলির লড়াইয়ে জুনেইদ আহমেদ ভাট নামে এক জঙ্গি ইতিমধ্যেই নিহত হয়। তার বাকি সঙ্গীদের খোঁজে কয়েক দিন ধরেই ওই জঙ্গলে তল্লাশি অভিযান চলছে। শুক্রবার তল্লাশি অভিযান চলাকালীন হঠাৎ করেই জওয়ান যশবিন্দরের মৃত্যু হয়।