প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সাদার্ন সমিতিকে দু’গোলে হারিয়ে লিগের শুরুতেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন দল। বুধবার প্রিমিয়ারে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। প্রতিপক্ষ আর্মি রেড। খেলা বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠেই। গত মরশুমে প্রথম ডিভিশন লিগে ডায়মন্ড হারবারকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল সেনা দল। লড়াকু প্রতিপক্ষ আর্মিকে নিয়ে সতর্ক কিবুর দল।
আরও পড়ুন-কলকাতা মেট্রোয় একসঙ্গে ঝাঁপ যুগলের
সাদার্নের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথমার্ধে ভাল ফুটবল খেলতে পারেনি দল। তাই এই ক’দিন দলের ভুলত্রুটি শোধরানোর কাজে ব্যস্ত ছিলেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। দ্বিতীয়ার্ধে সুপ্রিয় পণ্ডিত মাঠে নামতেই কিবুর দল ছন্দে ফিরেছিল। রক্ষণ ও মাঝমাঠে ভারসাম্য বাড়ানোর লক্ষ্যেই গত কয়েকটি দিন অনুশীলনে নানা কম্বিনেশন পরখ করেছেন ডায়মন্ড হারবারের কোচ।
আরও পড়ুন-বিশ্বকাপের ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্বে ইডেন গার্ডেন্স
প্রথম ম্যাচে অ্যাটাকিং থার্ডেও ভুলত্রুটি ছিল। একাধিক সুযোগ তৈরি করেও তা গোলে পরিণত করা যাচ্ছে না। তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে কিবুর। আর্মির বিরুদ্ধে দলের চেষ্টা থাকবে শুরুতেই গোল তুলে নেওয়ার। রাহুল পাসোয়ান, সুপ্রিয় পণ্ডিত, সুপ্রতীপ বারুইদের উপরই আস্থা রাখছেন ডায়মন্ড হারবার কোচ। সুপ্রিয় সাদার্ন ম্যাচে খুব ভাল ফুটবল খেলেছিল। বাকিদের কাছ থেকেও নিখুঁত ফুটবলের আশায় স্প্যানিশ কোচ।
আরও পড়ুন-বিশ্বকাপের ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্বে ইডেন গার্ডেন্স
কোচ কিবু বলেছেন, ‘‘আমরা জানি আর্মি রেডের বিরুদ্ধে খুব কঠিন ম্যাচ হবে আমাদের। গত মরশুমে আমরা ওদের বিরুদ্ধে দু’বার খেলেছিলাম। দু’টি ক্ষেত্রেই ম্যাচ ড্র হয়েছিল। যদি ৩ পয়েন্ট আমাদের পেতে হয় তাহলে সেরা ফুটবল খেলতে হবে। সাদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচের পর আমরা কঠোর অনুশীলন করেছি শারীরিক এবং কৌশলগতভাবে নিজেদের খেলার উন্নতি ঘটাতে। আমরা আর্মি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’’