বিশ্বকাপের ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্বে ইডেন গার্ডেন্স

সামনের বিশ্বকাপের ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। স্বাভাবিকভাবেই খুশির আমেজ ক্রিকেট প্রেমীদের মধ্যে।

Must read

সামনের বিশ্বকাপের ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। স্বাভাবিকভাবেই খুশির আমেজ ক্রিকেট প্রেমীদের মধ্যে। শহর কলকাতাতেই বসে বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন। এবার দ্বিতীয় সেমি ফাইনাল-সহ বাকি চার ম্যাচের টিকিটের দাম জানিয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনীর মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে দুই তৃণমূল কর্মী

২৮ অক্টোবর ইডেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সেই ম্যাচে আপার টায়ারের টিকিটের দাম ৬৫০ টাকা এবং ডি ও এইচ ব্লকের টিকিটের দাম ধার্য হয়েছে ১০০০ টাকা এবং বি, সি, কে, এল-এই চার ব্লকের টিকিটের দাম থাকছে ১৫০০ টাকা।

আরও পড়ুন-‘বিরোধীদের ‘NO VOTE TO MAMATA’ প্রচারাভিযানকে ‘NOW VOTE FOR MAMATA’-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ’ বার্তা অভিষেকের

৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে আপার টায়ারের টিকিটের দাম হবে ৮০০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১২০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম হবে ২২০০ টাকা এবং সি ও কে ব্লকের টিকিটের দাম ২০০০ টাকা।

৫ নভেম্বর ইডেনের বাইশ গজে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহারণ। আপার টায়ার ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লক ২৫০০ টাকা। বি ও এল ব্লক ৩ হাজার টাকা। এছাড়াও সিএবি-র তরফ থেকে বি ব্লক-এ ৫০০ আসন নিয়ে একটি বিশেষ হসপিটালটি ব্লক তৈরি করার পরিকল্পনা রয়েছে। যেখানে দর্শকদের খাদ্য ও পানীয়র ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন-প্রয়াত নিত্যানন্দ হেমব্রম, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

১২ নভেম্বর ফের একবার মাঠে নামবে পাকিস্তান। এবার প্রতিপক্ষ গতবারের বিশ্বজয়ী ইংল্যান্ড। সেই ম্যাচে আপার টায়ারের টিকিটের দাম হবে ৮০০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১২০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম হবে ২২০০ টাকা এবং সি ও কে ব্লকের টিকিটের দাম ২০০০ টাকা।

১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালে টিকিটের দাম। আপার টায়ার ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লক ২৫০০ টাকা। বি ও এল ব্লক ৩ হাজার টাকা। এছাড়াও সিএবি-র তরফ থেকে বি ব্লক-এ ৫০০ আসন নিয়ে একটি বিশেষ হসপিটালটি ব্লক তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেখানে দর্শকদের জন্য খাদ্য ও পানীয়র ব্যবস্থা থাকবে।

Latest article