প্রয়াত নিত্যানন্দ হেমব্রম, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

তিনি একজন অত্যন্ত সম্মানিত সাঁওতাল বুদ্ধিজীবী, জননেতা এবং সমাজসেবক। সাঁওতালী সমাজের উন্নতির জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন।

Must read

নিত্যানন্দ হেমব্রম (Nityananda Hembram) দিশম পরগনার একজন শ্রদ্ধেয় আদিবাসী নেতা। এদিন তাঁর মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি একজন অত্যন্ত সম্মানিত সাঁওতাল বুদ্ধিজীবী, জননেতা এবং সমাজসেবক। সাঁওতালী সমাজের উন্নতির জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন।

আরও পড়ুন-স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে BSF-এর অভিযোগ খারিজ রাজীবের, জানালেন সুষ্ঠুভাবে চলছে গণনা

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটবার্তায় নিত্যানন্দ হেমব্রম এর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। তিনি লেখেন, ‘পরম শ্রদ্ধেয় আদিবাসী নেতা, দিশম পরগনা, নিত্যানন্দ হেমব্রমের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন আমাদের একজন অত্যন্ত সম্মানিত সাঁওতাল বুদ্ধিজীবী, জননেতা এবং সমাজসেবক। সাঁওতালী সমাজের সর্বাঙ্গীণ উন্নতির জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যু জঙ্গলমহল তথা সমস্ত আদিবাসীদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি এই বর্ষীয়ান নেতার পরিবার ও অনুগামীদের উদ্দেশে আন্তরিক সমবেদনা জানাই।’

 

Latest article