‘বিরোধীদের ‘NO VOTE TO MAMATA’ প্রচারাভিযানকে ‘NOW VOTE FOR MAMATA’-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ’ বার্তা অভিষেকের

পঞ্চায়েত ভোটের (Panchayat election) 'রেসে' বিরোধীদের পেছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস (Trinamool congress)

Must read

পঞ্চায়েত ভোটের (Panchayat election) ‘রেসে’ বিরোধীদের পেছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস (Trinamool congress)। দ্বিতীয় স্থানের জন্য লড়াই করেছে বিজেপি এবং বামেরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেদের দ্বিতীয় স্থান হাতছাড়া হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। কংগ্রেসের অবস্থা তেমন সুবিধাজনক নয়

আরও পড়ুন-প্রয়াত নিত্যানন্দ হেমব্রম, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

বেলা ৩.৩০ টে পর্যন্ত জানা গিয়েছে তৃণমূল জয়ী ১২৩২৫, এগিয়ে ২৬৪৭। সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যের ৯২৮টি জেলা পরিষদের মধ্যে ১৮টিতে তৃণমূল কংগ্রেস জিতেছে। এগিয়ে আছে ৩০টি আসনে। একটি আসনে সিপিআইএম এগিয়ে আছে। দক্ষিণ ২৪ পরগনায় ছ’টি, উত্তর ২৪ পরগনায় তিনটি, বীরভূমে সাতটি আসন, বাঁকুড়ায় একটি আসন, পূর্ব বর্ধমানে একটি আসনে জিতে গিয়েছে তৃণমূল।

দেখে নেওয়া যাক ফলাফল এক নজরে

আলিপুরদুয়ার – ৬৪ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-২০, বিজেপি ৩

জলপাইগুড়ি : ৮০ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ২৭, বিজেপি ২

কোচবিহার -১২৮ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ৮৫, বিজেপি ১২

উত্তর দিনাজপুর: ৯৮ গ্রাম পঞ্চায়েতের ৯ তৃণমূল

দক্ষিণ দিনাজপুর: ৬৪ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-৭

আরও পড়ুন-উত্তরাখণ্ডে পুণ্যার্থীবোঝাই বাসের ওপর পড়ল পাথর, মৃত ৪

মুর্শিদাবাদ: ২৫০ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ১৪৫, বিজেপি ৫, কংগ্রেস ১২, বাম ৫

মালদহ: ১৪৬ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ২১

পূর্ব বর্ধমান- ২১৫ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ৫৮

বীরভূম- ১৬৭ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ১২৬, বাম ২, বিজেপি ৫

পশ্চিম বর্ধমান- ৬২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ৬১, বাম ১

নদিয়া- ১৮৫ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-৩১, বিজেপি ৯, CPIM ২, কং ১

হাওড়া – ১৫৭ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-৫

আরও পড়ুন-স্কুলবাসে ধাক্কা গাড়ির, মৃত ৬

হুগলি- ২০৭ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ১৮

উত্তর ২৪ পরগনা- ১৯৯ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ১৪৮, বিজেপি ৪

দক্ষিণ ২৪ পরগনা- ৩১০ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল- ২৭৫, কং ২, অন্যান্য ১

পশ্চিম মেদিনীপুর- ২১১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ৯২, বিজেপি ২

পূর্ব মেদিনীপুর- ২২৩ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ৪৪, বিজেপি ১৮

বাঁকুড়া- ১৯০ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ১০৪, বিজেপি ২

আরও পড়ুন-গ্রাম বাংলায় জিতছে তৃণমূল! বাংলা জুড়ে ঘাসের ফুল, জানালেন দেবাংশু

পুরুলিয়া- ১৭০ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-৮২, বিজেপি ২, অন্যান্য ৩

ঝাড়গ্রাম- ৭৯ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ৫৯ তৃণমূল

কালিম্পং- ৪২ গ্রাম পঞ্চায়েতে BGPM-২৪, বিজেপি ২, অন্যান্য ৮

দার্জিলিং- ৭০ গ্রাম পঞ্চায়েতে BGPM-৩৭, বিজেপি ১, অন্যান্য ৭

আরও পড়ুন-বিদ্রোহের পর পুতিনের সঙ্গে কথা প্রিগোজিনের

এই মর্মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় লেখেন, ‘বিজেপি, সিপিআইএম এবং আইএনসি-এর সম্মিলিত বিরোধীদের হতাশা মূলধারার মিডিয়ার বন্ধুরা নিশ্চই অনুভব করেছেন। এমনকি বাংলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারকে হেয় করার জন্য ভিত্তিহীন প্রচার সহ একটি বিদ্বেষপূর্ণ প্রচারাভিযানও ভোটারদের প্রভাবিত করতে পারেনি! ‘

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে উত্তর ভারতে শতাধিক মানুষের মৃত্যু

তিনি আরও লেখেন, ‘বিরোধীদের ‘NO VOTE TO MAMATA’ প্রচারাভিযানকে ‘NOW VOTE FOR MAMATA’-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ৷ #TrinamooleNaboJowar-এর প্রতি অটল সমর্থন সহ, আমাদের অবশ্যই একটি চিন্তাধারা থাকবে, যা আগামী লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করবে। বাংলা, সমস্ত ভালবাসার জন্য ধন্যবাদ।’

 

Latest article