উত্তরাখণ্ডে পুণ্যার্থীবোঝাই বাসের ওপর পড়ল পাথর, মৃত ৪

Must read

টানা বৃষ্টি উত্তরাখণ্ডে (Uttarakhand)। এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সে রাজ্যে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। এই পরিস্থিতিতে পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর। পুণ্যার্থীবোঝাই বাসের ওপর ওই পাথর পড়ায় প্রাণ হারালেন চার জন। আহত হয়েছেন বহু পুণ্যার্থী।

গতকাল, সোমবার রাতে গঙ্গোত্রী জাতীয় সড়ক ধরে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে (Uttarakhand) ফিরছিল পুণ্যার্থীবোঝাই একটি বাস। সু নগরের কাছে পাহাড় থেকে বড় বড় পাথর জাতীয় সড়কের উপর গড়িয়ে আসে। সেই পাথরের একটি বিশাল চাঁই পুণ্যার্থীবোঝাই বাসের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু মানুষ। বাসের ওপর পাথরের চাঁই আছড়ে পড়ায় বাসের একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান পুণ্যার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। এদিকে প্রবল বৃষ্টি এবং গঙ্গোত্রী জাতীয় সড়কের বহু জায়গায় ধস নামার জেরে বান্দারকোট থেকেই যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মালারিতে হিমবাহ ফেটে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গিয়েছে। তার ফলে চামোলি জেলার ১০টি গ্রামের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন: গ্রাম বাংলায় জিতছে তৃণমূল! বাংলা জুড়ে ঘাসের ফুল, জানালেন দেবাংশু

Latest article