সংবাদদাতা, কাটোয়া : বিরোধীদের নিকেশ করতে ভোটপ্রচারে উন্নয়নকেই বাজি ধরতে বললেন মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের তৃণমূল (Trinamool Congress) পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহের সভায় বিজেপির সমালোচনা করে অরূপের দাবি, ‘‘কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য নির্মাণকারী কেন্দ্রীয় সংস্থাকে ৮০০ একর জমি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সেখানে একটা ইটও গাঁথতে পারেননি। অথচ মুখ্যমন্ত্রী রোজ দেখিয়ে দিচ্ছেন কীভাবে উন্নয়ন করতে হয়।’’ শনি ও রবি পরপর দু’দিনে বর্ধমান, মেমারি, কালনা, কাটোয়া ও দাঁইহাট শহরে দলের কর্মিসভায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি দলের কর্মীদের রাজ্য সরকারের ৭৬টি প্রকল্পের কথা বাড়ি বাড়ি গিয়ে জানানোর কথা বলেন। তাঁর পরামর্শ, শুধু হাতে নয়, কাগজ-পেন নেবেন সঙ্গে। মানুষের সমস্যার কথা মন দিয়ে শুনে কে কোন প্রকল্পের সুবিধে পাননি নোট নেবেন। ভোট মিটলে সেগুলো মিটিয়ে দেবেন। অরূপের বক্তব্য, ‘‘মানুষ যেটুকু আশীর্বাদ করবেন, মাথা পেতে নেবেন। ২ হাজার ভোটে জিতলেও অসুবিধে নেই। জয়ের মার্জিন ২০৫০ করতে যাবেন না।’’ পূর্ব বর্ধমানের ৬ পুরসভার সব ওয়ার্ডেই এবার ‘তৃণমূলের (Trinamool Congress) জয়জয়কার’ হবে বলে দাবি অরূপের।