পদযাত্রা, গাড়ির র‍্যালি, ঢাকে-ঢোলে উচ্ছ্বাস মানুষের, রবিবার প্রচারে রঙিন দক্ষিণ

Must read

ব্যুরো রিপোর্ট : পুরভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে মিটিং-মিছিলে বিকেলের পর থেকে জমজমাট হয়ে ওঠে দক্ষিণবঙ্গের নানা অঞ্চল। এক সপ্তাহ আগে জেলায় জেলায় পুরভোটে লড়ার পরিকল্পনা ছকে দিতে পাড়ি দেন দলের কয়েকজন শীর্ষ নেতৃত্ব। পর্যবেক্ষকের দায়িত্বে থাকা দলের নেতা, বিধায়ক থেকে জেলা সভাপতিরাও শেষ রবিবারকে বেছে নেন পুরভোট উপলক্ষে কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার কাজে। শনিবারের মতো রবিবারও পূর্ব বর্ধমানের বর্ধমান, মেমারি, কালনা, কাটোয়া ও দাঁইহাট চষে ফেলেন মন্ত্রী তথা এই জেলার তৃণমূল (Trinamool Congress) পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। দু’দিন দলের নানা কর্মিসভায় হাজির হয়ে জেতার বাজি হিসাবে উন্নয়নকে চিহ্নিত করেন তিনি।

আরও পড়ুন – দুয়ারে প্রার্থীরা প্রচারে গল্পও

বাঁকুড়ার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী প্রাক্তন বিধায়ক ও পুরপ্রধান শম্পা দরিপার সমর্থনে ওয়ার্ডের সিনিয়র সিটিজেন মানুষরা টোটো নিয়ে বর্ণাঢ্য মিছিল করে সমগ্র ওয়ার্ড পরিক্রমা করেন। এই ওয়ার্ডের শিখরিয়া পাড়ার পুরাতন চণ্ডীমেলা প্রাঙ্গণে পাড়া বৈঠকে মানুষের উৎসাহ ছিল নজরকাড়া। ১৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি দত্তর সমর্থনেও প্রচার করেন শম্পা। ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মমতা বাগদির সমর্থনে প্রচার করেন দলের সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। ২৪টি ওয়ার্ডের অবজার্ভারদের নিয়ে জেলা তৃণমূল ভবনে বৈঠক করেন তিনি। ছিলেন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিধায়ক অরূপ খাঁ। ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ওয়ার্ড পরিক্রমা করে একটি বর্ণাঢ্য মিছিল। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক অরূপ চক্রবর্তী। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ সিনহা। সোনামুখীর ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাবলি গোস্বামীর সমর্থনে প্রচার মিছিলে যোগ দেন দলের বিষ্ণুপুর জেলা সভাপতি বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। দলীয় প্রার্থীদের প্রচারের রূপরেখা গড়ে দিতে রবিবার পুরুলিয়ায় আসেন জেলার ভারপ্রাপ্ত পর্যবেক্ষক, মন্ত্রী মলয় ঘটক।

শেষ রবিবাসরীয় প্রচারে রামপুরহাটে দেখা গেল রান্নার গ্যাসের ফাঁকা সিলিন্ডার নিয়ে মহিলাদের প্রতিবাদ মিছিলে শামিল হতে। অভিনব মিছিলটি বেরোয় ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও দলের জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির সমর্থনে। বারাসতের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ডাঃ বিবর্তন সাহা ও পান্নালাল বোসের সমর্থনে রবিবার বাদুতে নির্বাচনী প্রচারে যোগ দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। নববারাকপুরেও প্রচার চালান তিনি। নববারাকপুরে রবিবার সুসজ্জিত পদযাত্রায় পা মেলান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হাবড়ায় রবিবার দলের প্রার্থীদের নিয়ে প্রচার সারেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Latest article