সংবাদদাতা, শিলিগুড়ি : পরিচিত লাল মাটি বিজেপির গড় এবার যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তা স্পষ্ট। দীর্ঘদিনের অনুন্নয়নের ফল মিলবে। আর উন্নয়নের প্রতীক হয়ে জ্বলজ্বল করবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। রবিবার মহকুমা পরিষদ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মহকুমা পরিষদের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের সমর্থনে মন্ত্রী অরূপ বিশ্বাসের (Minister Aroop Biswas) প্রচারে সাধারণ মানুষের সাড়া এমনটাই প্রমাণ করে দিল। শোভাযাত্রার পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘আজকের শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নেমেছিল। মিছিল শুরু থেকে শেষ কত মানুষ ছিল তা থেকে প্রমাণিত হচ্ছে নির্বাচনের ফল কী হবে।” বিজেপির ঘরে তৃণমূল কংগ্রেসের থাবা বসানোর বিষয়ে অরূপবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হয়েছে সাধারণ মানুষ। এছাড়াও আমরা সারা বছর কাজ করি। সারা বছর যারা পড়াশোনা করে তারা তো পরীক্ষায় প্রথম হবেই। তাই আমরাই জয়ী হব।” শোভাযাত্রায় ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিন রঙের বেলুন ও জোড়া পাতা প্রতীক চিহ্ন দিয়ে ছয়লাপ হয়েছিল শোভাযাত্রা। মানুষের ঢল নেমেছিল শোভাযাত্রায়। লোহার বাগডোগরা পানিঘাটা মোড় থেকে খোলা জিপে শোভাযাত্রা শুরু হয় এবং বাগডোগরা টাউন পরিদর্শন করে গোঁসাইপুরে এসে শেষ হয় শোভাযাত্রা।
আরও পড়ুন: অগ্নিপথ নিয়ে দুর্ভোগ, রাত কাটছে স্টেশনে