প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী জয়া প্রদাকে (Jaya Prada) পলাতক ঘোষণা করল আদালত। একইসঙ্গে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের দুটি মামলায় লাগাতার হাজিরা এড়ানোয় বিজেপি নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত।
বিশেষ এমপি-এমএলও কোর্টের বিচারক ভারতীয় সংবিধানের ৮২ নম্বর ধারার অধীনে তাঁকে দুটি মামলায় পলাতক ঘোষিত করেছে। গ্রেফতার করে দ্রুত আদালতে এনে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। রামপুরের পুলিশ সুপারকে বিচারক নির্দেশ দেন আগামী ৬ মার্চের মধ্যে জয়াপ্রদাকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।
আরও পড়ুন- কংগ্রেস ছাড়লেন কৌস্তভ: বিজেপি যোগের কথা আগেই জানা ছিল, জানালেন কুণাল
২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের দুটি পৃথক মামলা দায়ের হয়েছিল বিজেপি নেত্রীর (Jaya Prada) বিরুদ্ধে। এই দুটি মামলায় বারবার আদালতের সমন উপেক্ষা করে গিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোট ৭ বার জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়। তবে তার পরেও তাঁকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ।