কংগ্রেস ছাড়লেন কৌস্তভ: বিজেপি যোগের কথা আগেই জানা ছিল, জানালেন কুণাল

Must read

জল্পনা ছিলই। এবার তাতে সিলমোহর পড়ল। হাত ছাড়লেন কৌস্তভ বাগচি। কংগ্রেসের প্রাথমিক সদস্যের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ইস্তফা পত্র পাঠালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। ইমেল মারফত কৌস্তভ এই চিঠি কংগ্রেসের হাইকম্যান্ডের কাছে পাঠিয়েছেন। একইসঙ্গে লোকসভা ভোটের আগেই তিনি বিজেপি যোগের ইঙ্গিতও দিলেন। পাল্টা কৌস্তভকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

চিঠিতে কৌস্তভ লিখেছেন, আত্মসম্মান খুইয়ে কংগ্রেসে থাকতে নারাজ। তিনি যে রাজনীতিতেই তা স্পষ্ট করে দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দু-একদিন অপেক্ষা করলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। একইসঙ্গে তিনি গদ্দার অধীকারির প্রশংসা করেছেন। অর্থাৎ কৌস্তভের বিজেপি যোগ শুধুই সময়ের অপেক্ষা। এর পাল্টা দিয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, “কৌস্তভ বিজেপিতে যাবেন আগেই জানা ছিল। দিশাহীন রাজনীতি।“

আরও পড়ুন- শহরের রাস্তায় তেল বোঝাই ট্যাঙ্কারে আগুন, ঝলসে মৃত চালক

Latest article