প্রতিবেদন : হাইকোর্টে জোর ধাক্কা কাঁথির প্রাক্তন পুরপ্রধান দলবদলুর ভাই সৌমেন্দু অধিকারীর। মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের (ডিভিশন বেঞ্চ) বিচারপতি অজয় মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, রাঙামাটি শ্মশান স্টল দুর্নীতি মামলায় পুলিশের তদন্ত চলবে। তদন্ত বন্ধ করা যাবে না। পুলিশ যখন তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে, তখনই সহযোগিতা করতে হবে। অসহযোগিতা করলে আদালতের অনুমতিক্রমে পুলিশ সৌমেন্দুকে গ্রেফতারও করতে পারবে।
আরও পড়ুন-চুক্তিভঙ্গে কড়া ব্যবস্থা
সৌমেন্দুর বিরুদ্ধে করা এফআইআর নাকচ করার যে আবেদন করা হয়েছিল, তাতেও সায় দেননি বিচারপতি। কাঁথির পুরপ্রধান থাকাকালীন সৌমেন্দুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার মধ্যে রাঙামাটি শ্মশান স্টল দুর্নীতিও ছিল। পুলিশ তদন্তে নেমে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই দুর্নীতির তদন্ত বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন সৌমেন্দুর আইনজীবী। এ নিয়ে সৌমেন্দুর কোনও প্রতিক্রিয়া মেলেনি, তিনি ফোন ধরেননি।