চুক্তিভঙ্গে কড়া ব্যবস্থা

ক্রেতার ইচ্ছে অনুযায়ী তাঁর দেওয়া সম্পূর্ণ অর্থ সুদ এবং ক্ষতিপূরণ সমেত ক্রেতাকে ফেরত দিতে বাধ্য থাকবেন প্রোমোটার।

Must read

প্রতিবেদন : ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষার জন্য এবারে কড়া পদক্ষেপ করছে রাজ্য। চুক্তিভঙ্গ করে কোনও প্রোমোটার বা ডেভেলপার যাতে ক্রেতাকে প্রতারিত করতে না পারে, তারজন্য বিশেষ নজরদারি চালাবে আবাসন দফতর। মঙ্গলবার সার্ভে পার্কে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি আইনের আনুষ্ঠানিক বাস্তবায়নের সূচনা হল।

আরও পড়ুন-তিন জেলায় ট্যুরিজম সার্কিট

আবাসনমন্ত্রী উদ্বোধন করলেন একটি ওয়েবসাইটেরও। এই আইনের তাৎপর্য ব্যাখ্যা করে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী কোনও প্রোমোটার সুনির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাকে সমস্ত সুযোগ-সুবিধা সহ মালিকানা হস্তান্তর না করলে এবং রেজিস্ট্রেশন না করালে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতার ইচ্ছে অনুযায়ী তাঁর দেওয়া সম্পূর্ণ অর্থ সুদ এবং ক্ষতিপূরণ সমেত ক্রেতাকে ফেরত দিতে বাধ্য থাকবেন প্রোমোটার। প্রোমোটারের নোটিশ বা বিজ্ঞাপনে কোনও ভুল বা মিথ্যা বিবৃতির ফলে ক্রেতা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক।

Latest article