তিন জেলায় ট্যুরিজম সার্কিট

আম থেকে আমসত্ত্ব, সব কিছুরই উপর নজর দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিন জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে।

Must read

মানস দাস, মালদহ: প্রাচীন বাংলার রাজধানী ছিল গৌড়। মালদহ, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্থান তার অধীনে ছিল। গৌড়, আদিনা, পাণ্ডুয়া, সোনা মসজিদ, জগজীবনপুর, মুর্শিদাবাদের হাজারদুয়ারী, নদিয়ায় মায়াপুর, নবদ্বীপ সহ একাধিক স্থানকে নিয়ে ট্যুরিজম সার্কিট তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আধার নিয়ে নির্দেশ

আম থেকে আমসত্ত্ব, সব কিছুরই উপর নজর দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিন জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। তাহলেই মানুষের পর্যটন কেন্দ্রগুলিতে যেতে আগ্রহ বাড়বে। তিনি বলেন, পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তুললে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ার প্রতি মানুষকে আকৃষ্ট করা যাবে। হবে জনসমাগম। ট্যুরিজম সার্কিট তৈরি করার ফলে পর্যটন কেন্দ্রগুলির প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও।

Latest article