প্রতিবেদন : আইন ভাঙলেই বেআইনি বিল্ডিংয়ের নির্মাতাকে প্রয়োজনে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতার করা হতে পারে। এমনই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। জানা গেছে, বেআইনি বিল্ডিং ভাঙার পর যদি কোনও ডেভেলপার সেই বিল্ডিং পুনর্নির্মাণ করেন সেক্ষেত্রে সেই ডেভলপারকে অর্থাৎ নির্মাতাকে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার হাওড়া পুরভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান হাওড়া কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী।
আরও পড়ুন-রাজ্যে আরও বাড়ছে ডাক্তারি আসন, বাংলায় আরও দুটি নয়া মেডিক্যাল কলেজ
তিনি বলেন, আইন অনুযায়ীই এই বিষয়ে এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুজয়বাবু বলেন, আমাদের কাছে বহু অভিযোগ আসছে যে কোনও কোনও ক্ষেত্রে বেআইনি বিল্ডিং কর্পোরেশনের বিল্ডিং বিভাগের কর্মীরা গিয়ে ভেঙে আসার পর কিছুদিনের মধ্যেই আবার সেই বেআইনি অংশ পুনর্নির্মাণ করা হচ্ছে। যেটা বেআইনি কাজ এবং পুরসভার আইন বিরুদ্ধ। এই ক্ষেত্রে আমরা এবার থেকে হাওড়া সিটি পুলিশ প্রশাসনের সহায়তা নেব। একটি নির্দিষ্ট সময় অন্তর হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকরা সেই সমস্ত বিল্ডিংয়ে রুটিন ভিজিট করবেন। যদি কোথাও এরকম বেআইনি কাজ হয় সেই ক্ষেত্রে ওই বিল্ডিং-এর নির্মাতাকে গ্রেফতার করা হবে।