বিভেদ রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, আদিবাসী-কুর্মিদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় বিজেপি

রাজনৈতিক স্বার্থে কুর্মি ও আদিবাসীদের মধ্যে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, বীরভূম ও পুরুলিয়া: রাজনৈতিক স্বার্থে কুর্মি ও আদিবাসীদের মধ্যে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুর্মিদের আন্দোলন নিয়ে এদিন নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, মণিপুরেও এই ভাবেই আগুন লাগিয়েছে কেন্দ্র। মানুষের মধ্যে বিভেদ তৈরি করাটাই বিজেপির কাজ। তবে এখানে তাদের এই অপচেষ্টা সফল হবে না বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বেআইনি নির্মাণ হলেই এবার জামিন-অযোগ্য ধারায় গ্রেফতার

আদিবাসী-কন্যা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে অপমান ও কুর্মিদের সংরক্ষণের আওতায় আনার মদতদাতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার বীরভূম জেলার প্রায় ৩০টি জায়গায় ১২ ঘণ্টার বনধ পালন করে আদিবাসী সমাজ। আদিবাসী সমাজের ২৬টিরও বেশি সংগঠন এই আন্দোলনের ডাক দিয়েছিল। আদিবাসী গাঁওতা নেতা রবীন সোরেন বলেন, সিআরআই বা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী কুর্মিরা আদিবাসী নন। তবুও কুর্মিরা অনৈতিক ভাবে আদিবাসী তালিকা ভূক্ত হতে চাইছে। এই কাজে তাঁদের মদত দিচ্ছে বিজেপি। আদিবাসীদের বঞ্চিত করতে তাঁরা এই চেষ্টা চালাচ্ছে। আদিবাসী মেয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে তাঁরা অপমান করেছে। তারই প্রতিবাদে আমরা ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছিলাম। সেই বনধ সফল হয়েছে।

Latest article