সংবাদদাতা, খেজুরি : ভোট-পরবর্তী হিংসা ছড়ানো ও বোমাবাজির ঘটনায় খেজুরিতে গ্রেফতার হলেন দাপুটে বিজেপি নেতা। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত বিজেপি নেতা শুভ্রাংশুশেখর দাসকে গ্রেফতার করে খেজুরি থানার পুলিশ। বাড়ি খেজুরির মালদা গ্রামে। সোমবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। শুভ্রাংশু খেজুরি বিধানসভার প্রাক্তন মণ্ডল সভাপতি। ওঁর গ্রেফতারের পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আরও পড়ুন-উন্নত পরিষেবা কোচবিহার মেডিক্যালে
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল খেজুরির বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় নাম উঠে আসে বিজেপি নেতা তথা প্রাক্তন মণ্ডল সভাপতি শুভ্রাংশু-সহ বেশ কয়েকজন বিজেপি নেতার। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে বিজেপি নেতা ফেরার ছিল বলে পুলিশের দাবি।
আরও পড়ুন-বৈদ্যবাটি রেল ওভারব্রিজের কাজ শুরু হল
বিজেপি অবশ্য প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে। খেজুরির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস বলেন, ‘‘দোষ করলে তাঁকে শাস্তি পেতে হবে। আইন আইনের পথে চলবে। বিজেপির মতো তৃণমূল কংগ্রেস কোনওদিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’’ কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, ‘‘পুরনো বোমাবাজির ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।’’