ভুয়ো আইপিএল ফেঁদে প্রতারণা

আইপিএলের ম্যাচ নিয়ে যে রমরমিয়ে জুয়া চলে, সেটা কারো অজানা নয়।

Must read

আমেদাবাদ, ১১ জুলাই : আইপিএলের ম্যাচ নিয়ে যে রমরমিয়ে জুয়া চলে, সেটা কারো অজানা নয়। প্রায় প্রত্যেক বছরই টুর্নামেন্টে চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে এমন একাধিক জুয়াচক্র। কিন্তু আইপিএলের নামে নকল একটা টুর্নামেন্ট শুরু করে ইউটিউবে তা সম্প্রচার করে জুয়াচক্র চালানো এবং প্রতারণার ঘটনা এই প্রথম! ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানা জেলার মোলিপুর নামে একটি প্রত্যন্ত গ্রামে। শোয়েব দাভদা নামে ওই গ্রামের এক যুবক কিছুদিন রাশিয়ার একটি পাবে কাজ করেছিল।

আরও পড়ুন-উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে

এই জাল আইপিএলের পরিকল্পনা তারই। সঙ্গে যুক্ত রয়েছে কুখ্যাত এক রুশ বেটিং চক্রও। শোয়েব গ্রামের বেকার যুবক এবং গরিব কৃষকদের আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামিয়ে ম্যাচ খেলাত। এই ভুয়ো ক্রিকেটারদের সংখ্যাটা ২১ জন। এর জন্য এই ভুয়ো ক্রিকেটাররা ম্যাচ পিছু ৪০০ টাকা করে পেত। নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই খেলা পাঁচটি উচ্চমানের ক্যামেরার সাহায্যে ইউটিউবে আইপিএলের ম্যাচ হিসেবে সম্প্রচার করা হত রাশিয়ার বিভিন্ন শহরে। আর তাতেই টাকা লাগাতেন জুয়াড়িরা। শুধু তাই নয়, মিরাট থেকে এক ব্যক্তিকে ভাড়া করে আনা হয়েছিল ধারাভাষ্য দেওয়ার জন্য। যিনি ভারতের এক নামী টিভি ভাষ্যকারের গলা হুবহু নকল করতে পারেন। প্রায় সপ্তাহ দুয়েক রমরমিয়ে চলার পর পুলিশ অভিযান চালিয়ে মূলচক্রী শোয়েব-সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে।

Latest article