প্রতিবেদন : রুদ্ধশ্বাস অভিযান শেষে খলিস্তানি নেতা তথা ওয়ারিশ পঞ্জাব দে’র নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। দ্বিতীয় ভিন্দ্রানওয়ালে হিসেবে পরিচিত এই নেতাকে ধরতে শনিবার সকাল থেকেই তৎপরতা শুরু হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। অবশেষে জলন্ধরের নাকোদরে গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুন-কলেজিয়াম ব্যবস্থাই সেরা
বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতারের কারণে তাঁর সমর্থকরা যাতে রাজ্যজুড়ে তাণ্ডব চালাতে না পারেন সে জন্য আগেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সংবেদনশীল জায়গায় বাড়তি পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পথ দুর্ঘটনায় খলিস্তানি নেতা দীপ সিধুর মৃত্যুর পর ওয়ারিশ পঞ্জাব দে সংগঠনের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অমৃতপাল। পাশাপাশি পাঞ্জাব জুড়ে আলাদা খলিস্তান রাষ্ট্র গড়ে তোলার দাবিতে জনমতও গড়ে তুলছিলেন তিনি।